চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ৩ ইউনিয়নে স্থগিত হওয়া ৫টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের ভালো উপস্থিতি দেখা গেছে।
বিজ্ঞাপন
মোট ৫ কেন্দ্রে ভোটার সংখ্যা ১৩ হাজার ৩৭৭ জন। ৫টি ভোট কেন্দ্রের মধ্যে রয়েছে, ভোলাহাট সদর ইউনিয়নে ১টি, গোহালবাড়ি ইউনিয়নে ১টি এবং দলদলী ইউনিয়নে ৩টি।
জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, ভোলাহাট উপজেলায় স্থগিত হওয়া ৫টি কেন্দ্রে আজ পুনঃভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
তিনি আরও জানান, ২০২১ সালের ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে ভোলাহাট উপজেলায় ৪টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কিন্তু বিভিন্ন অনিয়মের কারণে ৩টি ইউনিয়নের ৫টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।
এজে/এএ