সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রোগীর স্বজনদের মারতে গেলেন চিকিৎসক!

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৩, ১০:২৮ এএম

শেয়ার করুন:

রোগীর স্বজনদের মারতে গেলেন চিকিৎসক!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে নাহিদ হাসান নামে এক চিকিৎসকের বিরুদ্ধে।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


রোগীর স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার এনায়েতপুর গ্রামের সাইফুল ইসলাম তার এক বছরের শিশু সন্তান জিহাবকে নিয়ে হাসপাতালে আসেন। এ সময় সাইফুল ইসলামের সঙ্গে তার বাবা স্কুলশিক্ষক আজিবর রহমান উপস্থিত ছিলেন। শিশুটির অবস্থা খারাপ হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসককে দ্রুত ব্যবস্থা নিতে ও হাসপাতালে ভর্তি করার জন্য বলেন।

এ বিষয়ে জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নাহিদ হাসানের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ সময় স্থানীয়দের তোপের মুখে পড়েন চিকিৎসক নাহিদ হাসান। পরে তাকে অন্য একটি কক্ষে সরিয়ে নেওয়া হয়।

আজিবর রহমান বলেন, আমার নাতি গত তিনদিন ডায়ারিয়ায় আক্রান্ত। অবস্থা খারাপ হওয়ায় শুক্রবার দুপুরে হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ হাসানকে দ্রুত ভর্তি ও ব্যবস্থা করার জন্য বলা হয়। তিনি সে বিষয়ে কর্ণপাত না করে বসে ছিলেন।

এ সময় চিকিৎসককে বলা হয়, শিশুটি ৩ দিন ধরে ডায়ারিয়ায় আক্রান্ত। তার অবস্থা বেশি ভালো না। চিকিৎসক তাদের এই কথার জবাবে বলেন, তিনদিন ধরে অসুস্থ তাহলে এখন হাসপাতালে এনেছেন কেন? বাড়িতে নিয়ে যান। এরপর তার ছেলে সাইফুল ইসলামের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ওই চিকিৎসক চেয়ার থেকে উঠে এসে মারতে উদ্যত হন।


বিজ্ঞাপন


এ ব্যাপারে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নাহিদ হাসান বলেন, এটা অনিচ্ছাকৃত ভুল।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় শনিবার (৭ জানুয়ারি) সিভিল সার্জন অফিস থেকে একটি প্রতিনিধি দল আসবে। তাৎক্ষণিকভাবে ওই চিকিৎসককে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর