বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

যমুনায় সারবাহী কার্গোডুবি

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৩, ১১:৪৫ এএম

শেয়ার করুন:

loading/img

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে সারবোঝাই এম ভি এবাদত নামের কার্গো আংশিক ডুবে গেছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নদীর পারে নোঙর করা অবস্থায় তলা ফেটে কার্গোতে পানি উঠে আংশিক ডুবে যায়।


বিজ্ঞাপন


বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ নূর–এ-আলম।

তিনি জানান, কার্গো জাহাজটি মোংলা বন্ধর থেকে সার বোঝাই করে সিরাজগঞ্জের বাঘাবাড়ি যাচ্ছিল। কিন্তু উপজেলার আরিচা এলাকা থেকে কয়েক কিলোমিটার নদী পথে পানি কম থাকায় গত রাতে অন্বয়পুর গ্রামে নোঙর করেছিল কার্গোটি। আজ সকালে কার্গোর লোড কিছু কমিয়ে ছোট লাইটেজ জাহাজে নেওয়ার সময় কর্গোতে থাকা লোকজন দেখতে পান তলা ফুট হয়ে পানি উঠছে। পরে সার নদীর পারে নামিয়ে কার্গোর তলা মেরামতের কাজ করেছেন তারা। এসময় কার্গোর ইঞ্জিন রুমসহ অনেক সারের ওপরে পানি উঠেছিল বলেও জানান তিনি।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন