শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

গৌরীপুরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৩, ০৯:৫২ এএম

শেয়ার করুন:

loading/img
ছবি: ঢাকা মেইল

ময়মনসিংহের গৌরীপুরে জমিতে গোবর ফেলার জন্য গর্ত করায় আবুল কালাম নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৪ জানুয়ারি) উপজেলার সহনাটি ইউনিয়নের সহনাটি গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান মজুমদার।

আবুল কালাম (৫০) ওই এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় বাজারে ব্যবসা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান মজুমদার জানান, সকালে আবুল কালাম তার আত্মীয় আব্দুল গফুর মিয়ার জমির পাশে নিজের জমিতে গরুর গোবর ফেলার জন্য গর্ত করেন। এতে ক্ষিপ্ত হন গফুর। এ সময় দুজনের মধ্যে কাটাকাটি হলে আশপাশের লোকজন গর্ত ভরাট করে বিষয়টির মীমাংসা করেন। এ ঘটনার পরে সকাল সাড়ে ১০টার দিকে আবুল কালাম তার ছেলের সঙ্গে মোটরসাইকেলে চড়ে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। পথে গফুরের লোকজন আবুল কালামের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হচ্ছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন