যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন হওয়ার ফলে বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলা হবে বাবন্দরবান। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দুইদিনব্যপী লোকজ মেলা ও পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং শুক্রবার (৩০ ডিসেম্বর) এই মন্তব্য করেছেন। বান্দরবান জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে।
স্থানীয়দের আরো আধুনিক হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের আরো আধুনিক হতে হবে। তবে সেটা নিজের ঐতিহ্য,সংস্কৃতিকে ভুলে গিয়ে নয়। আধুনিক হতে হবে এজন্য যে বান্দরবান এখন পর্যটন নগরী।
বিজ্ঞাপন
বান্দরবান পার্বত্য জেলার ১২টি জাতিগোষ্ঠীর কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য পর্যটকদের কাছে তুলে ধরতে আহবান জানিয়ে তিনি বলেন, থানছি উপজেলায় বড় পাথর তুমা-তুঙ্গী, নাফাকুম এখন আতঙ্ক নয় পর্যটকদের জন্য আকর্ষণ হয়েছে।
যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন হওয়ার ফলে রাতে ঢাকা থেকে বাসে এসে সকালে বান্দরবান পৌঁছে সারাদিন বান্দরবান ঘুরেফিরে রাতেই ঢাকা ফিরে যেতে পারছেন পর্যটকরা। এই উন্নয়ন সমষ্টিগতভাবেই হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে। বান্দরবান জেলা হবে বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে শ্রেষ্ট জেলা।

১২জাতির ঐক্যতান-সম্প্রীতির বান্দরবান। ১২টি জাতিগোষ্ঠী সম্প্রীতি মিলে গড়ে উঠেছে পার্বত্য জেলা বান্দরবান। এই জেলায় রয়েছে একে অপরে প্রতি সম্প্রীতির বন্ধন। তাছাড়া পর্যটন দিক দিয়ে নীলাচল, তুমা তঙ্গী,কেউক্রাডং নাফাকুম, নীলগিরি ইত্যাদি নিয়ে খ্যাতিমান এই জেলা। তাই পাহাড়ের সংস্কৃতি ও বান্দরবানকে পর্যটকদের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
তার আগে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী লোকজ মেলা ও পিঠা উৎসব উদ্বোধন করেন। পরে বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।

অনুষ্টানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প ও শক্তি বিভাগ,পরিকল্পনা কমিশনের সদস্য( সচিব) ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার তারিকুল ইসলাম, বান্দরবান ডিডিএলজি লুৎফুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, সিভিল সার্জন ডা.নিহার রঞ্জন নন্দী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার, এএসএম শাহনেওয়াজ মেহেদি প্রমূখ।
প্রতিনিধি/একেবি

