সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুমিল্লার ৫ উপজেলার ১৭ ইউপিতে ভোটগ্রহণ চলছে

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২, ০৯:৪৪ এএম

শেয়ার করুন:

কুমিল্লার ৫ উপজেলার ১৭ ইউপিতে ভোটগ্রহণ চলছে
ছবি: ঢাকা মেইল

কুমিল্লার পাঁচ উপজেলার ১৭ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে।


বিজ্ঞাপন


কুমিল্লার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের তফসিল থেকে জানা যায়, আজ কুমিল্লার পাঁচ উপজেলার ১৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নাঙ্গলকোটের রায়কোট উত্তর, রায়কোট দক্ষিণ, আদ্রা উত্তর, আদ্রা দক্ষিণ, জোড্ডা পূর্ব, জোড্ডা পশ্চিম, বটতলী ও দোলখাঁ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। লাকসাম উপজেলার বাকই দক্ষিণ, মুদাফফরগঞ্জ উত্তর, মুদাফফরগঞ্জ দক্ষিণ, লালমাই উপজেলার বাকই উত্তর, পেরুল উত্তর, বরুড়ার বাউকসার ও শাকপুর, দাউদকান্দির ইলিটগঞ্জ দক্ষিণ ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন মনোহরগঞ্জ উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

কুমিল্লার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. আবুল কালাম জানান, আজ ১৭ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সব নির্বাচন অনুষ্ঠিত নির্বাচন হচ্ছে ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, যে কোনো মূল্যে শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রস্তুত আছে প্রশাসন। মাঠে পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার সদস্যরা কাজ করছে। প্রতি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, কিছু কিছু ইউনিয়নে দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। এছাড়াও টহলে আছে আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাদা পোষাকে আইনের লোকজন কাজ করবে।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর