ময়মনসিংহের নান্দাইলে মাজারে ওরশে গিয়ে ছুরিকাঘাতে সজিব মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বুড়া পীরের মাজার সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাজারে ওরশ চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সমবয়সী কিছু যুবকের সঙ্গে ঝগড়া হয় সজিবের। পরে বিষয়টি স্থানীয়রা দু’পক্ষকে ডেকে সমাধান করে দেন। রাত ১টার দিকে ওই যুবক বাড়ি ফেরার পথে বাসস্ট্যান্ড এলাকায় ছুরি দিয়ে পেটে আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে অজ্ঞাতরা। পরে তার সঙ্গে থাকা লোকজন সজিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিজ্ঞাপন
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এইউ