মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

পাথরঘাটায় টমটম চাপায় নারীর মৃত্যু 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২, ০৫:২০ পিএম

শেয়ার করুন:

loading/img

বরগুনার পাথরঘাটায় টমটমের নিচে চাপা পড়ে খাদিজা বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যুর হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচুটকি ফেরীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু। খাদিজা বেগম একই এলাকার দৃষ্টি প্রতিবন্ধী মো. হানিফ মিয়ার স্ত্রী। 

নিহতের বড় ছেলে মামুন মিয়া জানান, তার মা দুপুরের খাবার খেয়ে কাজের জন্য বাড়ি থেকে ফেরিঘাট এলাকায় যাচ্ছিলেন। যাওয়ার পথে পিছন থেকে একটি ইট টানা টমটম চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়। পরে টমটমটি ইটের ভাটা থেকে আটক করা হলেও ড্রাইভারকে পাওয়া যায়নি‌ বলে জানান তিনি।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার জানান, ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub