রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভিসা জমা দিতে আসার পথে দুর্ঘটনার শিকার ৮ মাইক্রোবাস যাত্রী

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২, ০২:৩২ পিএম

শেয়ার করুন:

ভিসা জমা দিতে আসার পথে দুর্ঘটনার শিকার ৮ মাইক্রোবাস যাত্রী
ছবি: ঢাকা মেইল

রাজশাহী নগরীতে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের আট যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে নগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


রামেক হাসপাতাল পুলিশ বক্সের দায়িত্বরত কনস্টেবল হাসান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গ্রেটার রোড মসজিদের দেওয়ালে গিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি তৎক্ষণাৎ উল্টে যায়। এ ঘটনায় আহত আট যাত্রীকে উদ্ধার করে রামেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

কনস্টেবল হাসান মাহমুদ আরও জানান, পাবনার আমিনপুর থেকে আট ব্যক্তি ওই মাইক্রোবাস নিয়ে রাজশাহী আসছিলেন। তারা ভারতীয় ভিসার আবেদন জমা দিতে রাজশাহী এসেছিলেন। ভিসা সেন্টারের অদূরে মাইক্রোবাসটি উল্টে তারা আহত হন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। অন্য ছয় জন হাসপাতালে ভর্তি রয়েছেন।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর