ফুলবাড়িয়া পৌর শহর থেকে ইব্রাহীম খলিল নামের এক মাদরাসাছাত্রকে অপহরণের ঘটনায় সাফায়েত গনি (২৮) নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে ইব্রাহীম খলিলকে উদ্ধার করেন ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিনুল ইসলাম।
বিজ্ঞাপন
ইব্রাহীম খলিল (২৪) স্থানীয় কেআই সিনিয়র ফাজিল মাদরাসার ফাজিল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
সোমবার রাতে ফুলবাড়িয়া থানায় মামলা করেন অপহরণের শিকার শিক্ষার্থীর বাবা রফিকুল ইসলাম। এতে পুলিশ কনস্টেবল সাফায়েত গনিসহ পাঁচ-ছয়জনকে আসামি করা হয়।
কনস্টেবল গনি গাজীপুরের কালিয়াকৈর সার্কেল অফিসে কর্মরত। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ছত্রাশিয়া গ্রামে।
পুলিশ জানায়, গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ফুলবাড়িয়া ইউনিয়নের চৌদার গ্রামের বাসিন্দা ইব্রাহীম খলিলকে পৌর শহরের হাসপাতাল রোড থেকে ডিবি পরিচয়ে কালো মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। রাতে শিক্ষার্থীর বাবা রফিকুল ইসলামের মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
বিজ্ঞাপন
এ ঘটনায় মামলা হলে উদ্ধারের দায়িত্ব পড়ে থানার সিনিয়র অফিসার এসআই মো. শাহিনের ওপর। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সোমবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে অপহরণের শিকার শিক্ষার্থীকে উদ্ধার করে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে সাফায়েত গনি নামে পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, অপহরণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতার আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।
টিবি