চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সোলাইমান (২৪) এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।
সোমবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে হাটহাজারী থেকে চট্টগ্রাম নগরে আসার পথে আমান বাজার মিউচুয়াল ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সোলাইমানের বাড়ি নগরের বায়েজিদ বোস্তামী থানার জালালাবাদ কুলগাঁও এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ খায়রুল বশর।
সোলাইমানের চাচাতো ভাই মো. পারভেজ বলেন, সোমবার রাতে সোলাইমান হাটহাজারী থেকে চট্টগ্রাম শহরে আসছিলেন। পথিমধ্যে আমান বাজার এলাকায় তিনি গাড়ি ব্রেক করার চেষ্টা করেন। ওই সময় হঠাৎ তার গাড়ির সামনের চাকা জ্যাম হয়ে যায়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করি। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাদেকুর রহমান বলেন, সোমবার রাতে আমান বাজার এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
টিবি