সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগের রাতে চট্টগ্রামের সাতকানিয়ায় অস্ত্রসহ পার্থ সারথী নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে পার্থের সঙ্গে থাকা আরও চারজনকে।
রোববার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে খাগরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে একটি প্রাইভেটকার থেকে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
আটক পার্থ সারথী দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
আটকের পর পার্থ জানান, নৌকার চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করতে তিনি সাতকানিয়ায় এসেছেন। গতিবিধি সন্দেহজনক হলে স্থানীয়রা পার্থসহ পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
সাতকানিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, রাতে স্থানীয়রা কয়েকজনকে আটকের পর মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধরে থানায় এনেছে। তাদের কাছ থেকে অস্ত্র পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এইউ/এমআর