বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

কাশিয়ানীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২, ০৮:০৬ এএম

শেয়ার করুন:

loading/img
ছবি: ঢাকা মেইল

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মো. হাদিস শিকদার (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ৬ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে কাশিয়ানী উপজেলার ফুকরা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-৬।

মো. হাদিস শিকদার উপজেলার কলসী ফুকরা গ্রামের মো. নাজির শিকদারের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক বেচাকেনা হবে— এমন গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানীর ফুকরা বাজার এলাকায় অভিযান চালায় র‍্যাব-৬ এর একটি দল। সেখান থেকে মো. হাদিস শিকদার নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, জব্দ করা আলামত ও হাদিস শিকদারকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub