কুষ্টিয়ার দৌলতপুরে ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। তারা হলেন ইরফান ও আসিক।
শনিবার (২৪ ডিসেম্বর) রাত নয়টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজার সংলগ্ন এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত ইরফান শ্যামনগর গ্রামের ভিকু মন্ডলের ছেলে এবং আসিক মৌবাড়ীয়া গ্রামের জামাল মন্ডলের ছেলে।
জানা গেছে, রাতে ইরফান ও আসিক বাইক নিয়ে ঘোরাঘুরি করছিলেন। নয়টার দিকে শ্যামনগর বাজার সংলগ্ন এলাকায় একটি ট্রলির সঙ্গে তাদের বাইকটির সংঘর্ষ হলে দুজনই গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রতিনিধি/এমআর

