গাইবান্ধায় আন্ত:জেলা মোটরসাইকেলে চোর সিন্ডিকেট চক্রের মূলহোতা ও ১১ মামলার আসামি কামাল মিয়াসহ(৪৪) আরও দুই সহযোগিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাই ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) গাইবান্ধা সদর থানা চত্বরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান পুলিশ সুপার কামাল হোসেন।
বিজ্ঞাপন
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কালাম মিয়া গাইবান্ধা সদর উপজেলার মৌজামালি বাড়ির দুলালের ভিটার মৃত দুলা মিয়ার ছেলে, মইনুল মিয়া ওরফে পিচ্চু সুন্দরগঞ্জ উপজেলার রাজিবপুর তালের ভিটা এলাকার মোজাম্মেল মিয়ার ছেলে ও একই উপজেলার কালদহ এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে আবদুর জব্বার।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কামাল হোসেন জানান, গত ১৪ সেপ্টেম্বর একটি এফআইআর এর ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে কালাম ও তার সহযোগী ময়নুল মিয়া ওরফে ছোটকে আটক করা হয়।
এসময় তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী সুন্দরগঞ্জ উপজেলার রাজিবপুর গ্রামের তালেরভিটা নামক স্থান থেকে দুইটি ১০০ সিসির বাজাজ, একটি ১২৫ সিসির টিভিএস স্ট্রাইকার ও বাজাজ কোম্পানির ১০০ সিসির একটি প্লাটিনা মডেলের মোটরসাইকেল উদ্ধার করা হয়। চোর সিন্ডিকেটের মূল হোতা কালামের বিরুদ্ধে বর্তমানে ১১টি চুরির মামলা বিচারাধীন রয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে