কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দৈনিক সচিত্র মৈত্রী’র সাব-এডিটর ফজলুল করিম আশিককে আহবায়ক, দৈনিক জনবাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি মেছবাহুল আলম যুগ্ম আহ্বায়ক ও দৈনিক আগামীর সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলামকে সদস্যসচিব করে ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে ।
রোববার (১৮ ডিসেম্বর) এ কমিটি গঠন করা হয়।
বিজ্ঞাপন
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—দৈনিক দেশের কন্ঠ পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি মনিরুল, দৈনিক সচিত্র মৈত্রী পত্রিকার উপজেলা প্রতিনিধি আবু মুসা, দৈনিক দক্ষিণের ক্রাইম পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহমুদ হাসান ও দৈনিক আলোকিত পত্রিকার উপজেলা প্রতিনিধি এস এম নুরুল আমিন।
কমিটি গঠন করা নিয়ে সদস্য সচিব আরিফুল ইসলাম বলেন, ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, পারস্পরিক যোগাযোগ সমন্বয়, কল্যাণসহ বিভিন্ন ইতিবাচক সাংগঠনিক কর্মকাণ্ড বৃদ্ধির প্রয়াসে এ কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য শুক্রবার (১৬ ডিসেম্বর) ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির এক জরুরি সভায় শৃঙ্খলা ভঙ্গ ও স্বার্থ পরিপন্থীমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সর্বসম্মতিক্রমে সংগঠনের বৃহত্তর স্বার্থরক্ষা গঠনতান্ত্রিক মর্যাদা ও ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাককে সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয়।
পরে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে পর্বের কমিটি বিলপ্তি ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠনের ৯০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস