মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মানিকগঞ্জে মেসি ভক্তদের আনন্দ শোভাযাত্রা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ০৮:১০ পিএম

শেয়ার করুন:

মানিকগঞ্জে মেসি ভক্তদের আনন্দ শোভাযাত্রা

কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলায় আর্জেন্টিনা জয় লাভ করায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার মেসি ভক্তরা আনন্দ শোভাযাত্রা করেছেন।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে ঘিওর বাজার থেকে হাজার হাজার মেসি ভক্তরা আনন্দ শোভাযাত্রা বের করে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে সন্ধ্যায় উপজেলার সরকারি কলেজ মাঠ এসে শেষ করেন।


বিজ্ঞাপন


এসময় সাদা-আকশি রঙের জার্সি গায়ে দেশের ও আর্জেন্টিনার পতাকা হাতে নিয়ে বাঁশি ও মিউজিকের তালে তালে সব বয়সী মেসি ভক্তরা নেচে গেয়ে উপজেলার ৫ কিলোমিটার এলাকাজুড়ে আনন্দ শোভাযাত্রা করেন। পরে কলেজ মাঠে ঘন্টাব্যাপী মিউজিকের সাথে সাথে স্কুল কলেজের শিক্ষার্থীরা আজেন্টিনা, মেসির হাতে বিশ্ব কাপ বলতে বলতে নাচতে থাকেন।

শোভাযাত্রাটি দেখতে রাস্তার দুপাশে ও কলেজ মাঠে হাজার হাজার লোক ভিড় করে এই আনন্দ উপভোগ করেন। উপজেলার পুরো সদর ইউনিয়ন মেসি ভক্তদের আওয়াজে মুখরিত হয়ে উঠে।

আনন্দ মিছিলে অংশ নেওয়া মেসি ভক্তরা বলেন, আমরা জানতাম ফাইনাল খেলায় আর্জেন্টিনাই জিতবে। আর এবারের বিশ্বকাপ মেসির হাতেই ধরা দিবে।


বিজ্ঞাপন


তারা বলেন, গত রাতে খেলা দেখে আমাদের খুব ভালো লেগেছে। খেলার ৭৫ মিনিট শেষে ডু অর ডাই ম্যাচ ছিল। তবে আমরা হাল ছাড়িনাই। মনে মনে আল্লাহকে ডেকেছি যাতে আজেন্টিনা জিতে যায়। অবশেষে যখন ট্রাইব্রেকারের মাধ্যমে প্রিয় দল আর্জেন্টিনা বিজয়ী হয় তখন আনন্দে আমরা কেঁদে ফেলছিলাম। বিজয়ের পরে রাতেই আনন্দ মিছিল করেছি। আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। ফুটবল বিশ্বকাপ খেলায় আমাদের প্রিয় মেসিকে  আর দেখা যাবে না। সে জন্য এবারের বিশ্বকাপটি আজেন্টিনার প্রয়োজন ছিল।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর