শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ঢাকা

বরিশালে ভুরিভোজে আর্জেন্টিনার সঙ্গে থাকবে ব্রাজিলও

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২, ০৭:৪১ পিএম

শেয়ার করুন:

বরিশালে ভুরিভোজে আর্জেন্টিনার সঙ্গে থাকবে ব্রাজিলও

বিশ্বকাপের ফাইনাল খেলা উপলক্ষে বরিশালের পাড়া মহল্লায় চলছে আর্জেন্টিনা সমর্থকদের ভুরিভোজের আয়োজন। সঙ্গে আছে ব্রাজিল সমর্থকরাও। পাশাপাশি বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থাও করা হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে দেখা গেছে এমন চিত্র। প্রতিটি এলাকায় আর্জেন্টিনা সমর্থকরা ফাইনাল ম্যাচকে ঘিরে আনন্দ উল্লাস করছে।


বিজ্ঞাপন


বরিশাল নগরীর বাংলাবাজার এলাকার আর্জেন্টিনা সমর্থক কবির খান বলেন, আমাদের বাড়িতে আজকে প্রায় ৫শ লোক নিয়ে ভুড়িভোজের আয়োজন করা হয়েছে। দুই দিন আগে থেকেই এই আয়োজন শুরু হয়েছে। আজ সকাল থেকে বাজার সদাই করা  শুরু হয়।

তিনি আরও বলেন, রাত ৯টায় খেলা শুরুর আগেই সবার হাতে খাবার পৌঁছে দেওয়া হবে। এছাড়া খেলা দেখার জন্য বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যা থেকে প্রোজেক্টর চালু করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে দর্শনার্থীদের পদচারণায় খেলা দেখার মাঠ ভরে গেছে।

আর্জেন্টিনার আরেক সমর্থক মামুন বলেন, ভুরিভোজের জন্য কারও কাছ থেকে বাধ্যতামূলক কোনো চাঁদা নেওয়া হয়নি। যে যা পারছে তা দিয়েছে। তাছাড়া বাড়ির আয়োজন। এখানে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা মিলে মিশে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্রাজিলের সমর্থক রাব্বি বলেন, আমি খেলা বুঝার পর থেকে ব্রাজিলের সমর্থন করি। কিন্তু আজ চাই যে মেসির জন্য আর্জেন্টিনা বিশ্ব কাপ জিতুক। কারণ মেসি তার ক্যারিয়ারে সব ধরনের শিরোপা অর্জন করেছে, শুধু বিশ্ব কাপ ছাড়া। তাই এবার তার সামনে সেই সুযোগ হাতছানি দিচ্ছে।


বিজ্ঞাপন


এদিকে খেলায় কোনো ধরনের অপ্রীতিকার ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিমুল করিম।

ওসি আজিমুল করিম বলেন, খেলা চলাকালীন সময়ে আমাদের প্রতিটি টহলটিম বিভিন্ন এলাকায় ও পাড়া মহল্লায় ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। যাতে কোনো ধরনের অপ্রীতিকার ঘটনা না ঘটে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর