বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

কয়রায় গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২, ১২:০৭ পিএম

শেয়ার করুন:

loading/img
ফাইল ফটো

খুলনার কয়রায় রাবেয়া খাতুন (৪৬) নামের এক গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে।

শনিবার (১৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কালিকাপুর গ্রামের চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


রোববার (১৮ ডিসেম্বর) সকালে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএমএস দোহা বিষয়টি নিশ্চিত করেছেন।

রাবেয়া খাতুন কালিকাপুর গ্রামের রেজাউল সানার স্ত্রী।

ভুক্তভোগী ওই নারীর স্বজনরা জানান, এসিড নিক্ষেপের পর রাবেয়াকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. ফেরদৌস জানান, ওই গৃহবধূ রাত ৮টার দিকে বাড়ির সামনের রাস্তা দিয়ে প্রতিবেশির বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে এসিড নিক্ষেপ করা হয় বলে শুনেছি। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।


বিজ্ঞাপন


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক কেএমআর হাসান জানান, ওই রোগীকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সেন্টারে রেফার্ড করা হয়েছে। রোগীর মুখের একপাশ, ডান হাত ও ডান পায়ের বেশ কিছু অংশ পুড়ে গেছে।

ওসি এবিএমএস দোহা জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী ওই নারীর সঙ্গে হাসপাতালে গিয়ে পরিদর্শন করা হয়েছে। তার শরীরের এক পাশের কিছু অংশে ক্ষত দেখা গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। একই সঙ্গে অপরাধীদের ধরতে পুলিশ তৎপরতা চালিয় যাচ্ছে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর