সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেনী পৌর বিএনপির আহবায়ককে কুপিয়েছে দুর্বত্তরা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২, ১১:১৭ এএম

শেয়ার করুন:

ফেনী পৌর বিএনপির আহবায়ককে কুপিয়েছে দুর্বত্তরা
ছবি: ঢাকা মেইল

ফেনী পৌর বিএনপির আহবায়ক ও সাবেক কমিশনার দেলোয়ার হোসেন বাবলুকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে গেছে দুর্বত্তরা।

বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বাসায় যাওয়ার পথে তার ওপর হামলা চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা। আহতবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে।


বিজ্ঞাপন


ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন অভিযোগ করে বলেন, দেলোয়ার হোসেন সন্ধ্যায় বাসায় যাওয়ার পথে সরকার দলীয় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা রামদা ও চাইনিজ কুরাল দিয়ে তার মাথায় কোপ দিয়ে তাকে জখম করে এবং কিল ঘুষি ও লাথি মারে। প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক।

এ ঘটনায় ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবলুর ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের তালিকা করে আওয়ামী লীগের দুর্বৃত্তরা হত্যার মিশনে নেমেছে। তারা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর অব্যাহত রেখেছে। ফেনী-২ আসনের সাবেক এমপি ও খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবেদীন ভিপির বাড়িতে ক্যাডার দিয়ে পাহারা বসিয়ে রেখেছে। তিনি যেন বাড়িত না ঢুকতে পারেন। এছাড়াও বিভিন্ন সময় তার বাড়িতে হামলা ভাঙচুর ও বোমা নিক্ষেপ করা হয়েছে।

ওসি মো. নিজাম উদ্দিন জানান, ঘটনা শুনেছি। তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ এখনো আসেনি। অভিযোগ এলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর