কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় এক নারী আহত হয়েছেন।
বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ভেড়ামারার ব্যকাপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে এখনো হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, ভেড়ামারার ব্যকাপুল নামক স্থানে একটি কাভার্ডভ্যান অপর এক সিএনজিচালিত অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। ঘটনায় দায়ী ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা সম্ভব হলেও তার চালক পালিয়ে গেছে। অপরাধীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
টিবি