শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস আজ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২২, ০১:৪৩ পিএম

শেয়ার করুন:

টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস আজ
ছবি : ঢাকা মেইল

আজ ১১ ডিসেম্বর টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে টাঙ্গাইল মুক্ত করেন। অবশ্য এর আগেই টাঙ্গাইলের অধিকাংশ অঞ্চল বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা মুক্ত করেন। মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনীর সাফল্যের কাহিনী দেশের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

পাক হানাদার মুক্ত ও মহান বিজয় বিবস উপলক্ষে পৌরসভা ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ১১ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত টানা ১২ দিনব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (১১ ডিসেম্বর) শহীদ স্মৃতি পৌর উদ্যানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডক্টর মো. আব্দুর রাজ্জাক এমপি। এতে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। 
সমাপনী দিনসহ ৮ দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। এছাড়া মহান বিজয় দিবসে আলোচনা সভায় টাঙ্গাইলের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার সভাপতিত্ব করবেন।

১২ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নাট্যকার ও অভিনেতা বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন আমু, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম, সাহিত্যিক ও গবেষক শিক্ষাবিদ মুনতাসির মামুন, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর প্রাণগোপাল দত্ত এমপি, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান এমপি, রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়, কলাম লেখক অজয় দাশ গুপ্ত ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি। 

এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারতসহ জাতীয় ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। 

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর