বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

নেত্রকোনায় হাজারো জনতা নিয়ে দুর্নীতিবিরোধী শপথ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২২, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় হাজারো জনতা নিয়ে দুর্নীতিবিরোধী শপথ

নেত্রকোনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উদযাপন করা হয়েছে আর্ন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে শুরু করে প্রায় দুই ঘন্টাব্যাপী বিভিন্ন কর্মসূচি জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পালন করা হয়।


বিজ্ঞাপন


কর্মসূচির মধ্যে প্রথমে স্থানীয় উদীচী শিল্পীদের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন  ও দুর্নীতি দমন কমিশনের লোগো সম্বলিত পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস এবং নেত্রকোনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম রোকেয়া।

পতাকা উত্তোলনের পর জনতার উদ্দেশ্যে দুর্নীতি বিরোধী বক্তব্য দেন সভাপতি বেগম রোকেয়া। পরে বেলুন উড়িয়ে দিবসটির অন্যান্য কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান জেলা প্রশাসক। তারপর শুরু হয় মানববন্ধন। দুর্নীতি বিরোধী শপথ পাঠ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন হাজারো জনতা।


বিজ্ঞাপন


এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফয়েজ আহমেদ, নেত্রকোনা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রকল্প পরিচালক স্বপন কুমার পাল, নেত্রকোনা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, সাধারণ সম্পাদক অসিত ঘোষ, সাংবাদিক ও গবেষক সঞ্জয় সরকার প্রমূখ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর