শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

সুনামগঞ্জে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেলেন পাঁচ নারী  

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২২, ০২:৫৬ পিএম

শেয়ার করুন:

সুনামগঞ্জে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেলেন পাঁচ নারী  

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা অন্বেষণ বাংলাদেশ কার্যক্রমের আওতায় জেলায় বিভিন্নক্ষেত্রে সফলতা অর্জনে ৫ নারীকে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার দেওয়া হয়।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর সুনামগঞ্জের আয়োজনে এ পুরষ্কার প্রদান করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।


বিজ্ঞাপন


জেলা পর্যায়ে নির্বাচিত ৫ ক্যাটাগরীতে ৫জন জয়িতা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে হামিদা খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে মোছাম্মত সেলিনা বেগম, সফল জননী নারী ক্যাটাগরীতে বেগম হাজেরা হাশেম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরীতে মমতা রানী চন্দ এবং  সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটাগরীতে মিতারা আক্তার জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, সুনামগঞ্জ দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

এসময় আরো উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ; অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক; মহিলা বিষয়ক অধিদপ্তর, সুনামগঞ্জের উপপরিচালক এ জে এম রেজাউল আলম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বিকাশ কুমার দাশসহ অন্যান্যরা


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর