শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

বিএনপির অফিসের পেছন থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২২, ০৬:২৩ পিএম

শেয়ার করুন:

বিএনপির অফিসের পেছন থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার 
ছবি : ঢাকা মেইল

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর বিএনপির অফিসের পেছন থেকে ৫টি ককটেল ও ৩টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেন কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুর রহমান।


বিজ্ঞাপন


আটকরা হলেন—কোটচাঁদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন ও কোটচাঁদপুর পৌরসভার ভবানিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ওয়াসিম হোসেন।

জানা যায়, বুধবার রাতে কোটচাঁদপুর পৌর বিএনপির অফিসের পেছন থেকে ৫টি ককটেল ও ৩টি পেট্রোল বোমা উদ্ধার করেছেন। এ ঘটনায় কামরুল হাসান (কাকন) নামে স্থানীয় বাসিন্দা বাদী হয়ে কোটচাঁদপুর থানায় মামলা করেছেন। যার নাম্বার—৩, তারিখ: ৭-১২-২২। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ওয়াসিম হোসেন কোটচাঁদপুর পৌর শহরের মোবাইল ব্যবসায়ী। তিনি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন বলে তার পরিবারের দাবি।

অন্যদিকে মোয়াজ্জেম হোসেন সাবদারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি পেশায় একজন কৃষক। ঘটনার দিন মোয়াজ্জেম হোসেন বাড়ির সামনে বসে ছিল। এ সময় পুলিশ তাকে আটক করে।


বিজ্ঞাপন


 ওয়াসিমের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে তাকে আটক করে। 

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর