মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২২, ১২:৩০ পিএম

শেয়ার করুন:

দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত
ফাইল ফটো

রাঙামাটিতে সুবাহ চাকমা নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের বড়পুল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে।


বিজ্ঞাপন


নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

সুবাহ চাকমা উপজেলার এগারেল ছড়ার বিরাজ মোহন চাকমার ছেলে। তিনি দীর্ঘদিন সাংগঠনিক কাজে রাঙীপাড়ায় অবস্থান করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে বড়পুল এলাকার রাঙীপাড়ার এক দোকানে ইউপিডিএফ নেতা সুবাহ চাকমা চা খেতে যান। কিছুক্ষণ পর ৫ থেকে ৬ জনের একদল দুর্বৃত্ত দোকানটি ঘেরাও করে। দুর্বৃত্তরা খুব কাছ থেকে গুলি করে তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর এলাকা ত্যাগ করে।

ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা জানান, তারা ঘটনাটি শুনেছেন। সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমকে বিস্তারিত তথ্য জানানো হবে।


বিজ্ঞাপন


ওসি মো. সুজন হাওলাদার জানান, আজ সকালে ওই নেতাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে তিনি বিস্তারিত জানাতে পারেবন।   

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর