শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

 ৩৮ মাথার ২ আনারস!

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২২, ১১:০৬ এএম

শেয়ার করুন:

 ৩৮ মাথার ২ আনারস!
ছবি: ঢাকা মেইল

খাগড়াছড়ি পানছড়ি উপজেলার ঝর্ণাটিলা এলাকার একটি আনারস বাগানে মোট ৩৮ মাথার দুটি আনারস দেখা গেছে। এর মধ্যে একটিতে ২১টি মাথা ও ফল এবং আরেকটিতে রয়েছে ১৭টি মাথা।

বাগান মালিক মো. আবু কালাম বলেন, এত বছর আনারস চাষ করছি এমন দৃশ্য আগে চোখে দেখেনি। জীবনে প্রথম দেখলাম। আনারস এমন বিচিত্র দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে শতশত প্রকৃতি প্রেমীরা ভিড় করছে।


বিজ্ঞাপন


বুধবার (৭ ডিসেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, পানছড়ি ও মাটিরাঙা উপজেলার সীমান্তবর্তী এলাকা। ঝর্ণাটিলার আদর্শ গ্রাম এলাকায় আবু কালামের ১০ একরের বিশাল বাগান। বাগানে ৩৮ মাথার আনারস দুটি। আনারস দুটি বোম্বাই জাতের। এদের বয়স প্রায় দুই মাস।

পানছড়ি উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, হরমোনজনিত বা মাটির উর্বরতার কারণে এমন হতে পারে। তবে সচরাচর এরকম দেখা মিলে না।

দুই আনারসের ৩৮ মাথার ব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম মজুমদার বলেন, মাঝেমধ্যে কিছু কিছু জাতে এ ধরনের কৌলিতাত্ত্বিক বিকলতা দেখা যায়। তবে প্রচলিত জাতগুলোর ক্ষেত্রে এটা বিরল। তাছাড়া প্রাকৃতিক মিউটেশন বা ক্লোনাল ভেরিয়েশনের জন্যও এটা হতে পারে। এ ব্যাপারে গবেষণার প্রয়োজন।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর