মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ঢাকা

আর প্রাইভেট পড়তে যাওয়া হলো না মুক্তার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২২, ০২:১৬ পিএম

শেয়ার করুন:

আর প্রাইভেট পড়তে যাওয়া হলো না মুক্তার

প্রাইভেট পড়তে শিক্ষকের বাড়িতে যাওয়ার সময় লেগুনা থেকে ছিটকে পড়ে মুক্তা আক্তার নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার লালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন।

মুক্তা শরীফ উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ছিল।

ওসি মো. মহিউদ্দিন জানান, সকালে প্রাইভেট পড়তে শিক্ষকের বাড়িতে যাচ্ছিলো মুক্তা। লালপুর বেড়িবাঁধে পৌঁছালে লেগুনা থেকে নামতে গিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানায়।

এদিকে, মুক্তার মৃত্যুতে শরীফ উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা চালকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। ঘণ্টাব্যাপী তাদের বিক্ষোভ ও সড়ক অবরোধ চলে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর