সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আশুলিয়ায় ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২২, ০২:০৩ পিএম

শেয়ার করুন:

আশুলিয়ায় ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
ছবি: ঢাকা মেইল

সাভারের আশুলিয়ায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

গ্রেফতার দুই মাদক কারবারি হলেন— আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রাম এলাকার আব্দুল জব্বার আলী দেওয়ানের ছেলে মো. জুমুর আলী দেওয়ান (৫০) এবং একই এলাকার মো. বাছেদের ছেলে মো. আওলাদ (৩৬)।

ওসি রিয়াজ উদ্দিন আহমেদ ঢাকা মেইলকে জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় মাদক বিক্রির বিষয়টি জানতে পেরে ডিবি অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই মাদক কারবারি পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা তিন কেজি গাঁজা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর