সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নাটোরে চোলাই মদ-গাঁজাসহ ৭ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২২, ০১:৫১ পিএম

শেয়ার করুন:

নাটোরে চোলাই মদ-গাঁজাসহ ৭ মাদক কারবারি গ্রেফতার
ছবি: ঢাকা মেইল

নাটোরে পৃথক অভিযানে চোলাই মদ ও গাঁজাসহ ৭ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

রোববার (৪ ডিসেম্বর) রাতে নাটোর সদর উপজেলার ডাঙ্গাপাড়া এবং গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর তুলাধানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


সোমবার (৫ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।

গ্রেফতারা হলেন— গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর তুলাধানা এলাকার জতু পাহাড়ীর ছেলে কমল চন্দ্র পাহাড়ী (৫০), সীতা পাহাড়ীর ছেলে মিলন পাহাড়ী (২৭), রবি পাহাড়ীর দুই ছেলে নিপেন পাহাড়ী (৩৬) ও স্বপন পাহাড়ী দুখু (২৫), সদর উপজেলার নওগাঁ খোরশেদ মোড় এলাকার হানিফ আলীর ছেলে আলমগীর হোসন (২৫), ওসমান গনির ছেলে মো. আল-আমিন (২৫) এবং লালমনিপুর ডাঙ্গাপাড়া পুরাতন বাজার এলাকার রহেজ উদ্দিন মিয়ার ছেলে মো. রাশিদুল ইসলাম (১৯)।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর তুলাধানা ও সদর উপজেলার ডাঙ্গাপাড়া একটি অভিযান চালানো হয়। এসময় ২ হাজার ৮০ লিটার চোলাই মদ ও ৯০০ গ্রাম গাঁজাসহ ৭ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে গুরুদাসপুর এবং সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে করা হয়েছে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর