কুমিল্লায় বাসচাপায় আবু নাঈম (২৮) নামে কোরআনের এক হাফেজ নিহত হয়েছেন।
সোমবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার ক্যান্টনমেন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।
হাফেজ আবু নাঈম বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের সুন্দরম গ্রামের আবুল হোসেনের ছেলে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কে নিউজনতা ও ফারজানা ট্রান্সপোর্ট নামে দুটি বাসের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশাটিকে একটি বাস চাপা দিয়ে চলে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাফেজ নাঈমকে মৃত ঘোষণা করেন।
টিবি

