গাজীপুরের টঙ্গীতে রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪০ মাদকসেবী ভবঘুরে আটক করেছে পুলিশ। পরে তাদের মিরপুরে সরকারি পূনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) ভোর ৫টা থেকে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।
তিনি বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে টঙ্গী রেলওয়ে স্টেশন, শহীদ আহসান উল্লাহ মাস্টার ফ্লাইওভার এলাকাসহ আশেপাশের এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় এসব স্থান থেকে ৪০ মাদকসেবী ভবঘুরেকে আটক করা হয়। আটকরা দীর্ঘ দিন ধরে এসব এলাকায় ভাসমান অবস্থান করে বিভিন্ন মাদক সেবন করে আসছিল। পর জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে তাদের মিরপুর সরকারি পূনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।
টিবি

