মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাইক টাঙাতে গিয়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২২, ০৯:৫৭ এএম

শেয়ার করুন:

loading/img
ছবি : ঢাকা মেইল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ওয়াজ মাহফিল উপলক্ষে গাছে মাইক টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের মানিককাজী ঘাটপাড়ে এ দুর্ঘটনা ঘটে।

ওই যুবকের নাম রাশিদুল ইসলাম (২৬)। তিনি নাগেশ্বরী উপজেলার পাখিরহাট এলাকার আবুল কালামের ছেলে। তিনি ডেকোরেটর কর্মী ছিলেন।


বিজ্ঞাপন


এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সোমবার মানিককাজী ঘাটপাড় এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে রোববার বিকেল থেকেই ডেকোরেশন ও লাইটিংয়ের কাজ চলছিল। সন্ধ্যার পর ওয়াজ মাহফিলের মাইক টাঙানোর জন্য একজন ইউক্যালিপটাস গাছে ওঠেন। তিনি মাইকের তার বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর দিয়ে ঢিল দিলে নিচে দাঁড়িয়ে থাকা রাশিদুল সেটা ধরে টান দেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ওয়াজ মাহফিল উপলক্ষে ডেকোরেশন কাজে নিয়োজিত থাকা দুজনের একজন মাইক টাঙাতে গাছে ওঠেন এবং একজন নিচে দাঁড়িয়ে থাকেন। এ সময় মাইকের তার লাগাতে গিয়ে পাশের বৈদ্যুতিক মূল তারের (১১ কেভি) সঙ্গে সংযোগ ঘটে। এতে নিচে থাকা ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন