সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কারাগারে পান স্ত্রীর আত্মহত্যার সংবাদ, মুক্তির পর যুবকের আত্মহনন

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২২, ০৯:৪৭ এএম

শেয়ার করুন:

কারাগারে পান স্ত্রীর আত্মহত্যার সংবাদ, মুক্তির পর যুবকের আত্মহনন
ছবি : ঢাকা মেইল

কারাগারে থাকার সময় স্ত্রী ঋতু বেগমের আত্মহত্যার খবর পান ইলিয়াস হোসেন (২৫)। সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। স্ত্রীকে হারানোর ৮ মাস পর তিনিও আত্মহত্যা করেন। 

গতকাল (৪ ডিসেম্বর) রোববার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ইলিয়াস হোসেন উপজেলার খর্ণিয়া ইউনিয়নের বাহাদুরপুর এলাকার রেজাউল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কারাগারে থাকাকালীন ইলিয়াসের স্ত্রী ঋতু বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি জানার পর সম্প্রতি জেলহাজত থেকে বেরিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন ইলিয়াস। এরপর রোববার সকালে স্থানীয় একটি মৎস্য ঘেরে বেড়িবাঁধে থাকা কৃষ্ণচূড়া গাছের ডালে গলায় চাদর পেঁচিয়ে আত্মহত্যা করেন। 

এ ব্যাপারে ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় নিহতের চাচা আতাউর রহমান শেখ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। দুপুরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর