বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভেড়ামারায় ট্রাকের চাপায় নারীসহ নিহত ২

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২, ১১:৩৮ এএম

শেয়ার করুন:

loading/img
ছবি: ঢাকা মেইল

কুষ্টিয়ার ভেড়ামারার ১২ মাইলে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী সাজ্জাদ হোসেন মিন্টু (৪৭) ও শারমিন খাতুন (২৫) নামের দুইজন নিহত হয়েছেন।

শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কুষ্টিয়া- ঈশ্বরদী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজ্জাদ হোসেন মিন্টুর বাড়ি মিরপুর উপজেলার নওপাড়ায়। তিনি রুপপুর পারমানবিকে চাকরি করতেন। শারমিন আক্তারের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামে। তিনি ইশ্বরদি ইপিজেটে চাকরি করতেন। শারমিন খাতুন সাজ্জাদ হোসেনের চাচাতো ভাইয়ের স্ত্রী।

ওসি মো. রফিকুল ইসলাম জানান, আজ সকালে সাজ্জাদ হোসেন মিন্টু ও শারমিন খাতুন কর্মক্ষেত্রে যাওয়ার পথে ভেড়ামারা উপজেলার ১২ মাইলে কুষ্টিয়া- ঈশ্বরদী মহাসড়কে এক ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।   এতে ঘটনাস্থলেই দুজনই মারা যান।

পরিবারের পক্ষথেকে কোনো দাবি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

News Hub