শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘খেলা থাকায় ব্যবসা ভালোই হচ্ছে’

পুলক পুরকায়স্থ
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২, ০৮:৪৬ এএম

শেয়ার করুন:

‘খেলা থাকায় ব্যবসা ভালোই হচ্ছে’
ছবি: ঢাকা মেইল

‘খেলা থাকায় ব্যবসা ভালোই হচ্ছে। মাঝেমধ্যে খেলাও দেখি, তবে মনোযোগ দিয়ে ব্যবসাও করছি। বাড়তি আয়ের আসায় গভীর রাত পর্যন্ত দোকান খুলে রাখি।’ এমন মন্তব্য করেন ক্ষুদ্র ব্যবসায়ী অমৃত লাল।

শনিবার (৩ ডিসেম্বর) রাতে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে শেষ ম্যাচে কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ব্রাজিল-ক্যামেরুন খেলা। চলছে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের খেলা দেখার প্রস্তুতি। এ সময়ে কথা হয় ক্ষুদ্র ব্যবসায়ী অমৃত লালের সঙ্গে।


বিজ্ঞাপন


মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বর সংলগ্ন সেন্ট্রাল রোডে তার রয়েছে মুদির দোকান।

আলাপকালে তিনি ঢাকা মেইলকে বলেন, ‘আমার দোকানের পাশে বড় পর্দায় কাতার বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো দেখানো ব্যবস্থা করা হয়েছে। মানুষজন রাত জেগে খেলা দেখছেন। আমিও দোকান খুলে রাখি। দর্শকরা খেলা দেখার পাশাপাশি খাবার কিনে নেন।’

আয় রোজগার ভালোই হচ্ছে জানিয়ে অমৃত লাল বলেন, ‘বিশ্বকাপ খেলার আগে রাত ১১টায় দোকান বন্ধ করতাম। এখন অতিরিক্ত চার ঘণ্টা দোকান খুলে রাখায় কারণে প্রতিদিন পনেরো শত থেকে দুই হাজার টাকার পণ্য বেশি বিক্রি করতে পারছি।’

দোকানে আসা ক্রেতা আবু আহমদ জানান, তিনি বিশ্বকাপের প্রতিটা খেলা এখানের বড় পর্দায় দেখছেন। বড় পর্দায় খেলা দেখার মজা আলাদা। খেলা চলাকালীন অমৃত লালের দোকান থেকে বন্ধুদের সঙ্গে চা বিস্কুট কিনে খান।  


বিজ্ঞাপন


আরেক ক্রেতা ফয়সাল মিয়া বলেন, ‘রাত জেগে খেলা দেখি। তখন আশেপাশের সব দোকান বন্ধ থাকে, কিন্তু অমৃত লালের দোকান খোলা থাকায় আমাদের জন্য ভালই হয়েছে। প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারি। খেলার সঙ্গে খেতে পারলে খেলাটা আরও জমে ওঠে।’

অমৃত লাল আরও জানান, দর্শকরা রাত জেগে খেলা দেখছেন। খেলা চলাকালীন চা-কপি, পান, চিপস-চানাচুরসহ ঠান্ডাও বিক্রি হচ্ছে। ব্যবসা অনেক দিন ধরে মন্দা যাচ্ছিল, তবে বিশ্বকাপ খেলা থাকায় আপাততঃ মন্দাভাব কাটিয়ে উঠবেন এই প্রত্যাশা তার।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর