বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

১৫ দিন পরে আয়াতের মাথা উদ্ধার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২, ১১:২৫ এএম

শেয়ার করুন:

১৫ দিন পরে আয়াতের মাথা উদ্ধার
ছবি: ঢাকা মেইল

পতেঙ্গা সাগরপাড়ের স্লুইচগেট এলাকা থেকে চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় নিহত শিশু আয়াতের মাথার অংশ বিশেষ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন পিবিআইয়ের পরিদর্শক মো. ইলিয়াস।


বিজ্ঞাপন


তিনি জানান, নির্মম হত্যার শিকার শিশু আয়াতের পায়ের অংশ উদ্ধার করা হয়েছিল গতকাল। আজ সকালে ও মাথা উদ্ধার করা হয়েছে।

গত ১৫ নভেম্বর ইপিজেড থানার বন্দরটিলা নয়াহাট বিদ্যুৎ অফিস এলাকার বাসা থেকে পাশের মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় শিশু আয়াত। ওইদিন খোঁজাখুঁজির পরও না পেয়ে ইপিজেড থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা সোহেল রানা।

শিশু আয়াত নিখোঁজের পর আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আবির নামে একজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবির শিশু আয়াতকে মুক্তিপণ দাবির উদ্দেশ্যে অপহরণ করে বলে জানায়। তবে শিশু আয়াত চিৎকার করতে থাকলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে আবির। পরে আকমল আলী সড়কের বাসায় নিয়ে মরদেহ ছয় টুকরো করে। এরপর মরদেহের খণ্ডিত অংশগুলো দুটি ব্যাগে ভর্তি করে বেড়িবাঁধ এলাকায় নদীতে ফেলে দেয়।

ওই ঘটনার গ্রেফতারের পর আবিরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া আবিরের (১৯) বাবা আজহারুল ও মা আলো বেগমেরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর