মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

কুড়িগ্রামের উলিপুরে গণপিটুনিতে গরু চোর নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০ মার্চ ২০২২, ০৬:১২ পিএম

শেয়ার করুন:

loading/img
ফাইল ছবি

কুড়িগ্রামের উলিপুরে গণপিটুণিতে এক গরু চোর (৬০) নিহত হয়েছেন। বুধবার (৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়েনে এ ঘটনা ঘটে। 

এপ্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই ব্যক্তিসহ তিনজন বুধবার দিবাগত গভীর রাতে ওই গ্রামের মকবুল হোসেনের গোয়াল ঘরে। ওই সময় মকবুল বোরো ক্ষেতে পানি সেচ দিয়ে বাড়িতে ফিরছিলেন। একপর্যায়ে বাড়িতে ঢুকেই তিনি চোরের উপস্থিতি বুঝতে পারেন। এসময় তার চিৎকারে দুজন পালিয়ে যায়। স্থানীয়দের হাতে ধরা পড়েন ওই ব্যক্তি। পরে এলাকাবাসীর গণপিটুণিতে তার দুই হাত ও বাম পা ভেঙে যায়। দুর্গম চরাঞ্চল হওয়ায় ওই ব্যক্তিকে রাতে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। একপর্যায়ে বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  


বিজ্ঞাপন


মকবুল হোসেন বলেন, রাতে জমিতে পানি দিয়ে বাড়িতে এসে দেখি তিনজন আমার গোয়াল ঘরে ঢুকেছে। এসময় চোর চোর বলে চিৎকার দিলে দু‘জন পালিয়ে যায়। একজনকে ধরে ফেলি। পরে চারদিক থেকে লোকজন এসে গণপিটুনি দেয়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, হাসপাতালে নেওয়ার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বাড়ির মালিকসহ তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন