বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

সাড়ে ৩৪ লাখ টাকা ডাকাতির ঘটনায় ডাকাত সর্দার গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২, ১১:৪৩ এএম

শেয়ার করুন:

সাড়ে ৩৪ লাখ টাকা ডাকাতির ঘটনায় ডাকাত সর্দার গ্রেফতার
ছবি: ঢাকা মেইল

রাজশাহীতে এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। পান ব্যবসায়ীর ৩৪ লাখ ৩৭ হাজার টাকা ডাকাতির ঘটনায় তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার শেখপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


বুধবার (৩০ নভেম্বর) সকালে র‍্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতার ডাকাত সর্দারের নাম আরাফাত হোসেন তুষার (৩৩)। তিনি নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়ার আলতাব হোসেনের ছেলে।

র‍্যাবের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ আগস্ট ভোর সাড়ে ৬টায় নগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া পোস্টাল একাডেমির সামনে থেকে তুষারসহ সংঘটিতভাবে অ্যাম্বুলেন্সে করে এসে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পান ব্যবসায়ীর নিকট থেকে ৩৪ লাখ ২৭ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।

এই মামলার প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বোয়ালিয়া মডেল থানার শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অ্যাম্বুলেন্সে করে পান ব্যবসায়ীর ৩৪ লাখ ৩৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় নগরীর শাহ মখদুম থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানানো হয়।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর