সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

সাফারি পার্কে পুরুষ হাতির মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ০৯:৩৩ এএম

শেয়ার করুন:

সাফারি পার্কে পুরুষ হাতির মৃত্যু
সৈকত বাহাদুর, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের হাতি

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হঠাৎ মাটিতে ঢলে পড়ে মারা গেছে ৩২ বছর বয়সী একটি পুরুষ হাতি। হাতিটির নাম সৈকত বাহাদুর।

সোমবার (২৮ নভেম্বর) বিকেলে পার্কের ভেতরে বেষ্টনীতে হাতিটির মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে রাতে হাতিটিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।


বিজ্ঞাপন


সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৪টার দিকে খাবার গ্রহণের পর মাটিতে ঢলে পড়ে সৈকত বাহাদুর। চিকিৎসকেরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান হাতিটি মারা গেছে। চিকিৎসকেরা জানান, হৃৎক্রিয়া বন্ধ হয়ে হাতিটি মারা গেছে।

হাতির মাহুত মো. ফারুক হোসেন বলেন, বিকেল পৌনে ৪টার দিকে হাতিটি স্বাভাবিক অবস্থায় চারটি কলাগাছ ও চারটি মিষ্টিকুমড়া খেয়েছিল। এরপর পানিও খায়। কিছুক্ষণ পর হাতিটি হঠাৎ মাটিতে ঢলে পড়ে। হাতির মৃত্যুর ঘটনায় রাতে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর