কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ভোটকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সোমবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। কেন্দ্রগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে।
বিজ্ঞাপন
সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ ঢাকা মেইলকে বিষয়টি জানিয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, উপজেলার পাঁচ ইউনিয়নে ২৭৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের লড়াইয়ে চেয়ারম্যান পদে ২৬ জন, সাধারণ সদস্য পদে ২০৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৩ জন রয়েছেন।
এদিকে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনী মাঠে মোতায়েন আছে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা। এ ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মোবাইল টিম ও স্টাইকিং ফোর্স আছে। প্রতিটি কেন্দ্রেও মোতায়েন আছে নির্দিষ্টসংখ্যক পুলিশ।
ইউএনও শুভাশিস ঘোষ ঢাকা মেইলকে জানান, সদর দক্ষিণ উপজেলার ৫ ইউনিয়নে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছে। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের একাধিক টিম মাঠে কাজ করছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটেনি। আমরা আশা করছি, একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো।
বিজ্ঞাপন
টিবি

