শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

যশোরের ১০ স্থানে সরাসরি দেখানো হবে প্রধানমন্ত্রীর জনসভা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ১২:৪৩ পিএম

শেয়ার করুন:

যশোরের ১০ স্থানে সরাসরি দেখানো হবে প্রধানমন্ত্রীর জনসভা
ছবি : ঢাকা মেইল

যশোর শহরে ১০ জায়গায় প্রজেক্টের মাধ্যমে শামস্ উল হুদা স্টেডিয়ামকে এক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সরকারি এমএম কলেজ, রাজ্জাক কলেজ, টাউনহল ময়দানসহ মোট ১০ স্থানে পজেক্টরের মাধ্যমে সভাস্থল থেকে বক্তব্য সারাসরি দেখানা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে, প্রধানমন্ত্রীর জনসমাবেশস্থলে সকাল থেকেই দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন থেকে সারি-সারি মিছিল নিয়ে  যশোর শামস্ উল হুদা স্টেডিয়ামে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। স্লোগান এবং বাদ্যযন্ত্রের তালে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে গোটা শহরজুড়ে। 


বিজ্ঞাপন


যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তি যোদ্ধা শহিদুল ইসলাম মিলেন বলেন, দশ লাখ লোকে সমাগম হবে। এজন্য গুরুত্বপূর্ণ জায়গাতে পজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ দেখানো হবে।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর