শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

কুমিল্লায় বিএনপি বিভাগীয় সমাবেশে পরিবহন ধর্মঘট থাকছে না

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ০৭:৪৭ এএম

শেয়ার করুন:

কুমিল্লায় বিএনপি বিভাগীয় সমাবেশে পরিবহন ধর্মঘট থাকছে না
ছবি: সংগৃহীত

বিএনপির কুমিল্লায় বিভাগীয় গণসমাবেশের আর মাত্র তিনদিন বাকি। সমাবেশকে কেন্দ্র করে উজ্জীবিত হয়ে উঠেছেন বিএনপির নেতাকর্মীরা। কুমিল্লা নগরী রূপ নিয়েছে নতুন সাজে। পোস্টার, ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে গোটা শহর।

ইতোমধ্যে বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা ভিড় করতে শুরু করেছেন সমাবেশস্থল কুমিল্লা টাউনহল মাঠে। বিএনপির অন্যান্য বিভাগীয় গণসমাবেশের আগে বিভিন্ন দাবিতে পরিবহন ধর্মঘট ডাকা হলেও কুমিল্লা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে কোনো ধর্মঘট থাকছে না। যার কারণে নেতাকর্মীদের মাঝে এক রকম উৎসবের আমেজ তৈরি হয়েছে।


বিজ্ঞাপন


ধর্মঘট না ডাকার বিষয়টি বুধবার (২৩ নভেম্বর) রাতে কুমিল্লা পরিবহন মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ নিশ্চিত করেছেন।

আগামী শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লায় বিএনপির বিভাগীয় জনসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া, লক্ষীপুর জেলাসহ সারা দেশের নেতাকর্মীরা অংশ নেবেন।

অধ্যক্ষ কবির আহমেদ বলেন, ‘বিএনপির জনসমাবেশ করুক, আমরা ধর্মঘটে যাচ্ছি না। আমাদের বেশিভাগ পরিবহন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করে। ধর্মঘট ডাকা হলে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের যাহবাহন চলাচল বন্ধ হয়ে যাবে। তাই কোনো ধর্মঘট হবে না।

পরিবহন ধর্মঘটের বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু জানান, সরকার এ সমাবেশকে ঘিরে যদি পরিবহন ধর্মঘট দেন, তাহলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল হয়ে যাবে। এ সরকারের ১০ হাজার কোটি টাকা ক্ষতি হবে। আশা করি, কুমিল্লায় সরকার ধর্মঘট দিবে না।


বিজ্ঞাপন


প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেটের পর শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লায় গণসমাবেশ করবে দলটি। কুমিল্লা টাউন হল মাঠে সমাবেশের আয়োজন চলছে। এটি বিএনপির অষ্টম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর