বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

সম্মেলনে যাওয়ার পথে বিএনপির গাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৫

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ০৮:৪৭ এএম

শেয়ার করুন:

loading/img
ছবি: ঢাকা মেইল

ময়মনসিংহের ফুলপুরে বিএনপির কর্মী সম্মেলনে যাওয়ার পথে নেতাদের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় দিকে ফুলপুর-হালুয়াঘাট সড়কের কুইরা ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি জানিয়েছেন।

আহতরা হলেন- দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার, উত্তর যুবদলের সভাপতি শামছুল হক শামছু, সহ-সভাপতি আমিনুল ইসলাম মনি, উত্তর ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন, সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ। 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলনে আসার পথে কুইরা ব্রিজ এলাকায় হেলমেট পরিহিত কয়েকজন তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। বিষয়টি জেলা বিএনপির নেতাকর্মীরা জানতে পেরে তাকে উদ্ধার করতে এগিয়ে যায়। ঘটনাস্থলে নেতাকর্মীরা পৌঁছালে হেলমেট পরিহিতরা হামলা চালায়। এসময় হামলাকারীরা ৪ গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় বিএনপির ৫ নেতাকর্মী আহত হয়েছেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘ক্ষমতাসীন দলের লোকজন এ হামলা-ভাঙচুর চালিয়েছে। হামলার খবর ছড়িয়ে পরলে আমাদের আরও নেতাকর্মীরা ঘটনাস্থলে যায়। এসময় হামলাকারীরা পালিয়ে যায় এবং আমরা সম্মেলনে উপস্থিত হই।’


বিজ্ঞাপন


তবে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান ফুলপুর উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র শ্বশধর সেন। তিনি বলেন, ‘আমি সারাদিন ময়মনসিংহ শহরে ছিলাম। এ বিষয়ে কিছুই জানি না।’

ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে হামলার ঘটনা শুনেছি। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন