শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

রংপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ০৩:৪৮ পিএম

শেয়ার করুন:

রংপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা

ব্রাক্ষণবাড়িয়ায় ছাত্রদল নেতা নয়ন মিয়া হত্যার প্রতিবাদে রংপুর মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির ও বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। পরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সাথে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


পরে প্রধান সড়কে বের হতে না পেরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে মহানগর  বিএনপি। বিক্ষোভ সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন-নবী ডনের সঞ্চালনায় মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় অবিলম্বে হত্যাকারিদের বিচারের মুখোমুখী করার দাবি জানান বক্তারা।

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন-নবী ডন জানান, আমরা বরাবরই শান্তিপূর্ণভাবে আমাদের বিক্ষোভ সমাবেশের আয়োজন করি। কিন্তু পুলিশ কোন কারণ ছাড়াই আমাদের বিক্ষোভ সমাবেশে বাধা প্রদান করে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, তেমন কিছু ঘটেনি। ওনারা নগরীর ব্যস্ততম সড়কে যানচলাচল বন্ধ করে বিক্ষোভ সমাবেশ করার চেষ্টা করে। আমরা তাদের সড়ক থেকে সরিয়ে দেই মাত্র।

এদিকে একই দাবিতে বিকেলে রংপুর জেলা বিএনপিও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।


বিজ্ঞাপন


প্রিতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর