চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ট্রাকের ধাক্কায় সৈয়দ রাসেল (৪০) নামে এক মোটসাইকেলের চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টা দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিষয়টি হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন নিশ্চিত করেছেন।
মোহাম্মদ রাসেল হাটহাজারী উপজেলার ছিপাতলী এলাকার বাসিন্দা।
নাজিরহাট-খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহানের বরাত দিয়ে ওসি রুহুল আমিন জানান, সকালে ওই মোটরসাইকেল ও ট্রাক উপজেলার বাসস্ট্যান্ড এলাকার এম আলম সিএনজি পাম্পের সামনে দিয়ে যাচ্ছিল। এসময় ট্রাকের ধাক্কায় মোটসাইকেলের চালক রাসেল দূরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি আটক করেছে হাটহাজারী পুলিশ।
টিবি