শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

নাচোলে বিএনপির ৯৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ০৭:৩০ এএম

শেয়ার করুন:

নাচোলে বিএনপির ৯৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের ওপর ককটেল হামলার ঘটনায় বিএনপি ও ছাত্রদলের ৯৮ নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২০ নভেম্বর) নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) আকবর আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২১ নভেম্বর) মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিন্টু রহমান।

তিনি বলেন, ঘটনার দিন রাতেই পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, রোববার (২০ নভেম্বর) বিকেলে নাচোল উপজেলার শ্রীরামপুর এলাকার অক্সফোর্ড একাডেমি চত্বরে ছাত্রদলের কর্মী সভা হওয়ার কথা ছিল। খবর পেয়ে বিকেল ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় সভাস্থলে ককটেল বিস্ফোরণ করা হয়। পরে সভাস্থল থেকে আরও ৫টি তাজা ককটেল জব্দ করে নাচোল থানা পুলিশ।

বিএনপি ও ছাত্রদলের দাবি, পুলিশ সভা করতে বাধা দেয় তাদের। অন্যদিকে, পুলিশের পাল্টা দাবি, অনুমতি ছাড়াই সভার আয়োজন করায় বাধা দেওয়া হয়েছে। পুলিশ বাধা দিতে গেলে ছাত্রদলের নেতা-কর্মীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর