সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৩ বছরের সাজা এড়াতে ১৮ বছর পলাতক!

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২, ০৯:০৬ পিএম

শেয়ার করুন:

৩ বছরের সাজা এড়াতে ১৮ বছর পলাতক!

ফেনীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত নিজামুল ইসলাম মজুমদার (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ নভেম্বর) বিকালে ছাগলনাইয়া পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃত নিজামুল ছাগলনাইয়া পৌরসভার মধ্যম মটুয়া গ্রামের আবদুস সালাম মজুমদারের ছেলে। তিনি একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় ১৮ বছর আত্মগোপনে ছিলেন। 


বিজ্ঞাপন


ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, ২০০৪ সালে একটি মাদক মামলায় নিজামুলের ৩ বছরের স্বশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। 

এরপর থেকে তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘ ১৮ বছর পলাতক থাকার পর সোমবার বিকালে তাকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর