মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চট্টগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯ মার্চ ২০২২, ০৩:৫৯ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার ২ নম্বর লেলাং
ওয়ার্ডের খামার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন : একই এলাকার মো. নজরুলের মেয়ে মীম (৩) ও মো. ফারুকের মেয়ে জান্নাতুন নিছা (২)। তারা সম্পর্কে আপন চাচাত বোন বলে জানা গেছে।


বিজ্ঞাপন


পরিবারিক সূত্রে জানা যায়, সকালে দুই শিশু উঠানে খেলা করছিল। খেলার এক পর্যায়ে হঠাৎ তারা নিখোঁজ হন। এরপর এলাকাবাসী দুই শিশুর খোঁজ শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তাদের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা.নাবিল চৌধুরী বলেন, হাসপাতালে আসার আগেই ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়েছে।

এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর