সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

বগুড়ায় ভটভটির চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ০৭:১৪ পিএম

শেয়ার করুন:

loading/img

বগুড়ার শেরপুর-ধুনট আ লিক সড়কের শালফা এলাকায় বাঁশ বোঝাই ভটভটির চাকায় পিষ্ট হয়ে ১৯ নভেম্বর শনিবার বিকাল টায় ৪ শিমরুল(৫) নামের এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে।

জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের আব্দুল মজিদের ছেলে শিমরুল বাড়ি থেকে শালফা হাফিজিয়া মাদরাসা মাঠে খেলার জন্য ১৯ নভেম্বর শনিবার বিকাল ৪ টার দিকে শেরপুর-ধুনট আ লিক সড়ক পার হচ্ছিল। এ সময় শেরপুরগামী একটি দ্রত গতির বাঁশ বোঝাই ভটভটি শিশুটির উপর দিয়ে চলে যায়। 


বিজ্ঞাপন


এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। বিক্ষুব্ধ জনতা ঘাতক ভটভটির  চালক কে আটক করে রেখেছে।এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন